শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দিনাজপুরে বাস উল্টে এক যাত্রী নিহত, আহত ৪০

প্রতিদিন ডেস্ক

দিনাজপুরে বাস উল্টে এক যাত্রী নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের চকরিয়া, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে সিরাজুল ইসলাম নামে এক যাত্রী নিহত ও আহত হয়েছেন ৪০ জন। বীরগঞ্জ পৌর ভবনের সামনে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালপুর দিঘলবস্তি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ভান্ডারীডেবা এলাকায় গতকাল কাভার্ড ভ্যান ও  ম্যাজিক গাড়ির সংঘর্ষে রুবেল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ম্যাজিক গাড়ির আরো তিন যাত্রী। এদিকে চকরিয়া-মহেশখালী সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন আবুল কাশেম নামে এক বৃদ্ধ। কাশেম চকরিয়ার দরগাহ পাড়ার ছালেহ আহমদের ছেলে। টাঙ্গাইল : ঘাটাইলে সাগরদিঘী-মধুপুর রোডের বেইলা এলাকায় ভটভটিচাপায় শাহিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী শাহিনের বাড়ি মধুপুর উপজেলার রক্তিপাড়ায়। বাবার নাম বছির মিয়া। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা বাস টার্মিনালে ভিতরে বাসচাপায় রেজাউল নামে একজন নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার গোপীনাথপুরের ভিকু বিশ্বাসের ছেলে।

সর্বশেষ খবর