শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামলার শিকার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দীন হামলার শিকার হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় প্রথমে খাগড়ছড়ি হাসপাতালে ও পরে চট্টগ্রাম পাঠানো হয়। হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিকালে শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন খাগড়াছড়ি আওয়ামী লীগের সম্পাদক জাহেদুল আলমের সমর্থকরা। মিছিলকারীরা বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। বক্তব্য রাখেন সাংগঠনিক সফরে আসা কেন্দ্রীয় তাঁতি লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম ভূঁইয়া (বাবু)। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে রইছ উদ্দীনের হামলাকারীদের গ্রেফতার দাবি ও ঘটনার তীব্র নিন্দা জানান। আরো বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জাহেদুল আলম। বক্তারা এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন। তবে এমপির অনুসারি নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরির উপর হামলার প্রতিবাদে গতকালও বিক্ষোভ করেছে এমপি অনুসারীরা।

সর্বশেষ খবর