রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক মঞ্চে পাঁচ হাজার শিক্ষার্থী পড়ল মুক্তিযুদ্ধের গল্প

কিশোরগঞ্জ প্রতিনিধি

কোনো রেকর্ড সৃষ্টির উদ্দেশ্যে নয়, এরপরও সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। এক মঞ্চে পাঁচ হাজার শিক্ষার্থী বই পড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। বই পড়া উৎসবটি অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর নাজিম ভূইয়া বাড়ির ঈদগাহ মাঠে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এর আগে বেলুন ও পায়রা ওড়ানো হয়। অনুষ্ঠানে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ছাত্র-ছাত্রীরা নিজেদের পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প ও প্রবন্ধ পাঠ করেন। বাজিতপুর পৌর এলাকার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এতে অংশ নেন। বই পড়া উৎসবকে ঘিরে বাজিতপুর ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ। জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর