রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উল্লাপাড়ায় হামলায় আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- চকপাঙ্গাসী গ্রামের সোনা প্রামানিক (৫০), মকবুল হোসেন (৪০), আবুল কালাম (৪২) ও সাইফুল ইসলাম। এদের ঢাকা ও বগুড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, চকপাঙ্গাসী গ্রামের রিন্টু, হাসু, কুরমান আনসার বাহিনীর সঙ্গে জহুরুল, সাইফুল, কালাম ও ইকবালদের নিজস্ব জমি ও সরকারি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ অবস্থায় শুক্রবার বিকালে রিন্টু-হাসু বাহিনীর লোকজন জহুরুল পক্ষের হাই ও শরীফ নামে দুজনকে মারপিট করে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পর সকালে আবারো হাসু-রিন্টু বাহিনী পার্শ্ববর্তী খাদুলী গ্রামের ক্যাডার জাহিন, মুকুল, আবু সিদ্দিক ওরফে হুকুম ও রবিউল বাহিনীকে সঙ্গে নিয়ে জহুরুল-সাইফুল বাহিনীর ওপর দেশীয় অস্ত্র, ককটেল, ফালা, রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। শহীদ এম মনসুর আলী মেপিকেল কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রব্বান তালুকদার জানান, গুরুতর আহত সোনা প্রমাণিক ও মকবুল হোসেনকে বগুড়ায় এবং সাইফুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে। আর আবুল কালামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের  অবস্থায় আশঙ্কাজনক। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আলহাজ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর