রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কক্সবাজারে দুই যুবককে কুপিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারে দুই যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয়েছে নৈশপ্রহরীর লাশ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় খুন হয়েছেন দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর—

কক্সবাজার শহরে শুক্রবার দিবাগত রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন মোস্তফা কামাল (২৫) নামে এক যুবক। তিনি দক্ষিণ রুমালিয়ারছড়ার নুরুল ইসলামের ছেলে। নিহতের ভাই জসিম জানান, কামাল পেশায় টমটম চালক। রাত ১টার দিকে গ্যারেজে টমটম রেখে বাড়ি আসার পথে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এদিকে টেকনাফে ছৈয়দ হোছন (৩০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সাবরাং বাজারপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ছৈয়দ কক্সবাজার দক্ষিণ রুমালিয়ার ছড়ার মতলবের ছেলে। সাবরাং বাজারপাড়ার নির্মাণাধীন এক বাড়িতে শুক্রবার দিবাগত রাতে হত্যার ঘটনা ঘটে। কুমিল্লা : কোটবাড়িতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী আইয়ুব আলীর মরদেহ গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার করেছে পুলিশ। আইয়ুব ওই এলাকার সালমানপুর গ্রামের আশ্রাফ খানের ছেলে। পুলিশ জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন নেই। বাম কান দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। পাবনা : আতাইকুলা থানার উগগ্রর গ্রামে শুক্রবার দিবাগত রাতে যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মনিরুল গয়েশপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বের হন মনিরুল। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে দুলু মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জল্লীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত নজরুল ইসলাম পলাতক। এ ঘটনায় গতকাল মামলা হয়েছে। আসামিরা হলেন— নজরুল, বাতেন, সোহরাব, উত্তম, নান্টু ও শাহানা।

সর্বশেষ খবর