রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মা-বাবার দ্বন্দ্বে কারাগারে ঠাঁই হলো কিশোরের

ঝিনাইদহ প্রতিনিধি

বাবা মায়ের দ্বন্দ্বের কারণে অন্ধকারে যেতে বসেছে ১৩ বছরের এক কিশোরের ভবিষ্যৎ। বর্তমানে সে যশোর শিশু কারাগারে রয়েছে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার।

এলাকাবাসী জানান, শৈলকুপার গোপালপুর গ্রামের রতন কুমারের সঙ্গে কোটচাঁদপুরের অপর্ণার বিয়ে হয়। তাদের ঘর আলো করে আসে ছেলে অপূর্ব। এরপর পারিবারিক কলহের জেরে অপূর্বকে নিয়ে অপর্ণা চলে যান বাবার বাড়ি। প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে আবার বসেন বিয়ের পীঁড়িতে। অপর্ণা নতুন সংসারে যাওয়ার পর দ্বিতীয় স্বামী অপূর্বকে মেনে নিতে পারেননি। যে কারণে ‘কৃষ্ণ’ নামে তাকে রাখা হয় অনাথ আশ্রমে। সেখানে কৃষ্ণ লেখাপড়ার পাশাপাশি গান-বাজনায় পারদর্শী হয়ে ওঠে। পায় শিশু একাডেমী পুরস্কার। এরই মধ্যে তার মা আশ্রম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন। আশ্রম কর্তৃপক্ষ সদর থানায় জিডি করে মায়ের বিরুদ্ধে। পুলিশ অপূর্বকে উদ্ধার করলে মা-বাবা উভয়ে তাকে হেফাজতে নেওয়ার দাবি জানান। এ অবস্থায় পুলিশ অপূর্বকে গত ৭ জানুয়ারি আদালতে পাঠায়। বর্তমানে সে যশোর শিশু কারাগারে আছে।

সর্বশেষ খবর