রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসকের বিরুদ্ধে দখলের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুকুর দখল ও নকশাবহিভূর্তভাবে এক চিকিৎসকের নির্মিত ১০ তলা ভবন অপসারণের দাবি জানিয়েছেন শহরের মুন্সেফপাড়া-বাগানবাড়ি এলাকাবাসী। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

অভিযোগ করা হয়, ডিউক চৌধুরী নামে ওই চিকিৎসক পশ্চিম পাইকপাড়া মৌজার ১৩ দশমিক ২৩ শতক জমিতে নকশাবহির্ভূতভাবে এবং পৌরসভার পুকুর দখল করে ভবন নির্মাণ শুরু করলে পৌর কর্তৃপক্ষ কয়েকবার নোটিস পাঠায়। চিকিৎসক এসব নোটিস আমলে না নিয়ে কাজ চালিয়ে যান। সবশেষ পৌরসভা থেকে ওই ভবনের অবৈধভাবে নির্মিত অংশ ভাঙার জন্য ডিসির কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হলে দুই মাসেও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে চিকিৎসক ডিউক চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা গ্রহণ ও ভবনের অবৈধ অংশ ভেঙে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষা করার আহবান জানান বক্তারা। এলাকাবাসীর পক্ষে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আরাফাত মোশারফ খান অপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর খবির উদ্দিন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর