রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘সংসদে ও রাজপথে সরব থাকবে জাপা’

ফেনী প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বিগত  তিন বছর ধরে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে দাঁড়িয়ে সরকারের গঠনমূলক কাজের প্রশংসা যেমন করেছে, তেমনি গণবিরোধী কর্মকাণ্ডের  প্রতিবাদে সমালোচনাও করেছে। একই সঙ্গে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে কর্মসূচি পালন করেছে। আগামীদিনেও দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে  অতীতের মতো সংসদে ও রাজপথে সরব থাকবে জাতীয় পার্টি। শনিবার বিকালে ফেনীর জহির রায়হান মাঠে  জাতীয় যুব সংহতির ফেনী জেলা সম্মেলনে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেনী জেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল করীম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন  যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর  শিকদার লোটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক  ও চেয়ারম্যানে উপদেষ্টা রিন্টু আনোয়ার, নাজমা আক্তার, জাপার ভাইস চেয়ারম্যান শওকত  চৌধুরী এমপি, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, দিদারুল আলম দিদার, কেন্দ্রীয় নেতা হাজী ইলিয়াস এমপি, ফখরুল আহসান শাহজাদা, ইকবাল আলমগীর, রাশেদ চৌধুরী, ফেনী জেলা জাপা নেতা খন্দকার নজরুল ইসলাম, আবু তাহের মিয়াজী, মুজিবুর রহমান বাবুল, মীর ইউসুফ, হাজী আবু সুফিয়ান।

সর্বশেষ খবর