রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বিলে গৃহবধূর গলিত লাশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মিরারটেক বিল থেকে গতকাল রাতে রহিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাকুন্দিয়ার পাবদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। পাকুন্দিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন— কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

সাগরদাঁড়িতে মধুমেলা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মধুমেলা। ২৫ জানুয়ারি মহাকবির জন্মদিন। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে মেলা চারদিন এগিয়ে আনা হয়েছে। মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। —নিজস্ব প্রতিবেদক, যশোর

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গতকাল অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু হয়েছে। তার লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহতের পরনে রয়েছে লাল-সবুজ-সাদা প্রিন্টের কামিজ ও সবুজ সালোয়ার। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, শনিবার সকালে পূর্বচান্দনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ পার হচ্ছিলেন এক নারী। এ সময় ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

—গাজীপুর প্রতিনিধি

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় রাইজিং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে শনিবার দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী। অতিথি ছিলেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি খায়রুল আহসান মানিক, আমোদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বাকীন রাব্বী। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, রাইজিং জার্নালিস্ট ফোরামের সভাপতি মাহফুজ নান্টু ও সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। —কুমিল্লা প্রতিনিধি

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকার ধামরাইয়ে কুশুরা নবযুগ বিশ্ব বিদ্যালয় কলেজ ও কালামপুর আমানত নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এমপি এমএ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুশুরায় কলেজ অধ্যক্ষ নিয়ামুল কবিরের সভাপতিত্বে বিশেষ  ছিলেন, আন্তর্জাতিক ব্যবসায়ী আহম্মদ আল জামান, ঢাকা জেলা পরিষদের সদস্য, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ধামরাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গণি ও নেতাকর্মীরা। —ধামরাই প্রতিনিধি

অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন হাজার অভিভাবক অংশ নেন। প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। —আড়াইহাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর