রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার মুজিবনগরের সোনাপাড়া মাঝপাড়া সীমান্ত থেকে রূপচাঁদ (৩০) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল ভোর ৪টার দিকে সীমান্তের ১০৬ নম্বর আন্তর্জাতিক পিলারের ৪ নম্বর সাব পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক (কমান্ডিং অফিসার) লে. কর্নেল আমির মজিদ বলেন, সোনাপুর মাঝপাড়া গ্রামের ফকির শেখের ছেলে রূপচাঁদ শেখ (৩০) ভোর ৪টার দিকে সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন জমিতে সেচ দিতে গিয়েছিলেন। নোম্যানস ল্যান্ডের দেড়শ গজ ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের বেড়া থাকায় বাংলাদেশের দিকে ভারতের অনেক জমি আছে। রূপচাঁদ তার জমিতে দ্রুত ও সহজে যাওয়ার জন্য ভারতের জমির আলপথ দিয়ে যাচ্ছিল। এ সময় টহলরত ভারতের নদীয়া জেলার চাপড়া থানার জিন্দা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা রূপচাঁদকে ধরে নিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে সকালেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয় কিন্তু জিন্দা বিএসএফ ক্যাম্প পতাকা বৈঠকে বসতে রাজি হয়নি। তবে বিএসএফ রূপচাঁদকে ইতিমধ্যে চাপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বিজিবি জানতে পেরেছেন।

সর্বশেষ খবর