রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিথ্যা সাক্ষ্য দিলে বন্ধ মুক্তিযোদ্ধা ভাতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য যারা মিথ্যা সাক্ষ্য দেবেন ওই সব মুক্তিযোদ্ধার ভাতা এক থেকে তিন বছর বন্ধ থাকবে।’ গতকাল নারায়ণগঞ্জ বন্দরের গোকুলদাসের বাগ এলাকায় আমিজউদ্দিন এতিমখানার ছাত্রদের জন্য নির্মিতব্য হলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রতি শনিবার এ কার্যক্রম চলবে। এতে কোনো অসত্য তথ্য দেওয়া হলে শাস্তির বিধান রাখা হয়েছে।’ এম জামালউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন— মুহাম্মদ আইয়ুব, পিডিজি সানড্রা ম্যাককারসি, হান্না            রোজ, মৌসুমী হাবিব, মতিয়ার রহমান, সভাপতি এমএ রশিদ প্রমুখ।

সর্বশেষ খবর