সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফরিদপুরে বিএনপির খসড়া কমিটি নিয়ে তোলপাড়

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুরে বিএনপির খসড়া কমিটি নিয়ে তোলপাড়

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দেওয়া ফরিদপুর জেলা বিএনপির আংশিক খসড়া কমিটির তালিকা ফাঁস হওয়ায় দলের নেতা-কর্মীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। শনিবার এ তালিকা জেলার নেতাদের হাতে আসার পরপরই চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে তালিকা ফাঁস হওয়ার ঘটনায় দলের প্রভাবশালী কিছু নেতা ফুঁসে উঠেছেন। যে তালিকা বেগম খালেদা জিয়ার হাতে জমা পড়েছে তা অনুমোদন হলে এ কমিটির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির একাধিক নেতা এ প্রতিবেদককে ক্ষোভের সঙ্গে বলেন, যে কমিটি নেত্রীর হাতে জমা পড়েছে তা ফরিদপুরের বিএনপির কোনো নেতা-কর্মীই মানবে না। যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে না থেকে ক্ষমতাসীন দলের সঙ্গে আঁতাত করে চলেছেন তাদের দিয়েই কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে। এমনটি হলে ফরিদপুরে বিএনপির দুর্গে ধস নামবে। ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, যারা নেত্রীর কাছে খসড়া কমিটি জমা দিয়েছেন তাদের কমিটি করার এখতিয়ার নেই কিংবা তাদের দায়িত্বও দেওয়া হয়নি। এ ছাড়া আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনাও করা হয়নি। কবে নতুন কমিটি হবে এমন প্রশ্নের জবাবে ইছা জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।  খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর জেলা বিএনপির একটি খসড়া কমিটি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জমা পড়েছে। সেই কমিটিতে দীর্ঘ ১৮ বছর ধরে সভাপতির পদে থাকা ব্যক্তিকেই ফের সভাপতি করতে নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমান সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়াকে নিয়ে দলের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শাহজাদা মিয়া বর্তমানে জেলা কমিটির সভাপতি ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটিরও সদস্য। খসড়া কমিটির তালিকায় সভাপতি পদে জহিরুল হক শাহজাদা মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে রশিদুল ইসলাম লিটনকে রাখা হয়েছে। সহ-সভাপতি পদে পুরনো এবং নতুনদের তালিকায় রাখা হয়েছে। বিএনপির সিনিয়র এক নেতা জানান, যে কমিটি নেত্রীর কাছে দেওয়া হয়েছে সেই কমিটির কয়েকজন পদ পাওয়ার যোগ্য। আর যাদের পদ দেওয়া হয়েছে তা একেবারেই অনুচিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে খসড়া কমিটির তালিকায় গুরুত্বপূর্ণ পদে রাখা কয়েকজন নেতা জানান, তাদের সঙ্গে আলাপ না করেই যারা নেত্রীর কাছে তালিকা পাঠিয়েছে তারা ঠিক করেননি। এমন কমিটিতে আমরা থাকতে চাই না। এখনই বলে দিতে পারি এমন কমিটি পাস হলে আমরা পদত্যাগ করব। যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী এক নেতা খসড়া কমিটি প্রসঙ্গে বলেন, এমন কমিটি অনুমোদন হলে ফরিদপুরে বিএনপির কফিনে শেষ পেরেক ঠোকা হবে।

সর্বশেষ খবর