সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ সাতজন প্রাণ হারিয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শোভন ইসলাম নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় শোভনের তিন বন্ধু আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত শোভন রাজশাহী কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামের ছেলে। মেহেরপুর : গাংনীতে পুলিশের পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আতিয়ার রহমান নামে ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আতিয়ারের বাড়ি উপজেলার কসবা গ্রামে। গোপালগঞ্জ : সড়ক দুর্ঘটনায় বিপ্লব ঠাকুর নামক এক  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর : গাজীপুরের সালনাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক লেগুনা সংঘর্ষে এক পথচারী নিহতসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বিষকাটালী এলাকার ওয়াহিদ আলীর ছেলে। বরিশাল : নগরীর কালীজিরা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে। ঘাটাইল : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে ১ নিহত ও  ২০ জন যাত্রী আহত হয়েছে। গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের জুমারঘর নামক স্থানে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে আবু তালেব নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।

সর্বশেষ খবর