সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘প্রত্যন্ত অঞ্চলে সহজে এলপি গ্যাস পেতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা’

প্রতিদিন ডেস্ক

দেশের প্রত্যন্ত অঞ্চলে সহজে এলপি গ্যাস পেতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। গতকাল নরসিংদী ও শ্রীমঙ্গলে বসুন্ধরা এলপি গ্যাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে পৃথক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নরসিংদী শহরের একটি হোটেলে মতবিনিময় সভায় বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এমএম জসীম উদ্দীন বলেন, বাজার প্রতিযোগিতায় টিকে থাকতেই বেশ কিছু কোম্পানি নিম্নমানের ঝুঁকিপূর্ণ এলপি গ্যাস সিলিন্ডার বিদেশ থেকে আমদানি করে আনছে। এই সিলিন্ডারগুলোর মেইনটেন্যান্স নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশে শুধু বসুন্ধরা এলপি গ্যাসের রয়েছে সর্ববৃহৎ ও সর্বাধুনিক সিলিন্ডার উৎপাদনকারী প্ল্যান্ট এবং নিজস্ব ল্যাব সুবিধা। হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহাবুব আলম বলেন, সিলেট বিভাগে এলপি গ্যাসের সহজপ্রাপ্যতা খুব শিগগিরই নিশ্চিত করা হবে। হেড অব সেলস মীর টি. আই. ফারুক রিজভী বলেন, ভোক্তার দোরগোড়ায় বসুন্ধরা এলপি গ্যাস সহজলভ্য করতে বসুন্ধরা গ্রুপ কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সহজে এলপি গ্যাস পেতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিজিএম অপারেশন অ্যান্ড প্ল্যানিং জাকারিয়া জালাল, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের সেক্রেটারি শরিফুল ইসলাম প্রমুখ। একই দিন শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ্-এ বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এমএম জসীম উদ্দীন, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহাবুব আলম, হেড অব সেল মীর টি. আই. ফারুক রিজভী, ডিজিএম অপারেশন অ্যান্ড প্ল্যানিং জাকারিয়া জালাল, সেক্রেটারি টু অনারেবল ভাইস চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও নরসিংদী জোনের পরিবেশকরা অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন।

সর্বশেষ খবর