শিরোনাম
মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খুন ধর্ষণের দায়ে তিন ভাইসহ ছয়জনের যাবজ্জীবন

গাজীপুর ও পিরোজপুর প্রতিনিধি

গাজীপুরে হত্যা মামলায় তিন ভাই ও তাদের ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ইকবাল হোসেন গতকাল এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কালীগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের সোবাহানের ছেলে মাসুদ, সানাউল্লাহ, নূরে আলম ওরফে ময়না ও তাদের ভগ্নিপতি বরিশালের কোতয়ালি থানার গণি শিকদারের ছেলে আনোয়ার। রায় ঘোষণাকালে নূরে আলম উপস্থিত থাকলেও বাকি আসামিরা পলাতক। গাজীপুর আদালতের আইনজীবী হাফিজ উল্লা জানান, পূর্বশত্রুতার জেরে ২০০৪ সালের ১৫ এপ্রিল কালীগঞ্জের রামচন্দ্রপুরের শামসুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে সাজাপ্রাপ্তরা। পর দিন নিহতের স্ত্রী হাফেজা ওই চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও নগ্ন ছবি তুলে হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো— জুয়েল সিকদার ও  হায়দার আলী। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান গতকাল এ রায় দেন। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক জানান, ইন্দুরকানী উপজেলার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঘটনার দিন (২০১০ সালের ৮ জুলাই) স্কুলে যাচ্ছিল। এ সময় জুয়েল ও তার  সহযোগী হায়দার ছাত্রীকে তুলে একটি বাগানে নিয়ে ধর্ষণ ও এর চিত্র মুঠোফোনে ধারণ করে। চাঁপাইয়ে জেএমবি সদস্যের ১৪ বছর : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, অস্ত্র আইনের মামলায় আব্দুর রাকিব ওরফে সুমন নামে জেএমবির এক সদস্যকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ আদেশ দেন।

সর্বশেষ খবর