মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভর্তি ফি কমানোর দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি ফি কমানোর দাবিতে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভর্তি ফি সাত হাজার ১০০ টাকা ধার্য করা হয়। যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দ্বিগুণ। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও অনশন কর্মসূচী পালন করে আসছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর