মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মোটরসাইকেল ছিনতাইকারীকে গণধোলাই

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের নওগাঁওহাটী এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দৌড়ে ওই ছিনতাইকারীকে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক ছিনতাইকারী হলো, ধামরাইয়ের বাসনা গ্রামের বাবু। তার সহযোগী একই গ্রামের শাহীন পালিয়ে যায়। তারা দুজনই দীর্ঘদিন ধরে স্থানীয় বাসনা গ্রামের মোটরসাইকেল  চোর ও ছিনতাইয়ের একাধিক মামলার আসামি  কালামের সহযোগী বলে জানা গেছে।

কয়েক দিন ধরে কালামপুর এলাকা থেকে ৫-৭টি মোটরসাইকেল চুরি হয়। এর মধ্যে কালামপুর পদ্মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাংবাদিক আজাহারুল ইসলাম রাজুর ১৩৫ সিসি কালো রঙের ডিস্কোভারি যার নং ঢাকা ল, ১১-০৪৪৫ মোটরসাইকেলটি তার হাসপাতালের সামনে থেকে গত ১১ জানুয়ারি সন্ধায় চুরি হয়। গতকাল বাবু নামে ছিনতাইকারীকে আটকের পর স্থানীয়রা মনে করছেন— বাবুকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত চোর ও মূল হোতার নাম বেরিয়ে আসবে এবং চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল কোথায় আছে তাও জানা যাবে। ধামরাই থানার এসআই নাজমৃল হক বাবুকে আটকের কথা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর