বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জে এক কোটি ১৪ লাখ টাকার উন্নয়ন কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। সোমবার দুপুরে দরপত্রের লটারি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপনের বিরুদ্ধে এ অভিযোগ করেন সাধারণ ঠিকাদাররা। তবে খালিদ হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। বাবুগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার জানান, উপজেলার বিভিন্ন স্থানে চারটি বক্স কালভার্ট নির্মাণ কাজের দরপত্রের লটারি ছিল সোমবার। এগুলো নির্মাণের মোট বরাদ্দ এক কোটি ১৪ লাখ টাকা। ওই দিন দুপুরে লটারির মাধ্যমে চার প্রতিষ্ঠান চারটি কাজ পেয়েছে। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। ঠিকাদারদের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন তার পছন্দের চারজন ঠিকাদার আগেই ঠিক করে রাখেন। সোমবার তাদের মধ্য থেকে একজনকে দিয়ে লটারি (চক্রা-গুটি) করান তিনি। লটারিতে অন্য গুটি উঠলেও তার পছন্দের লোকের নাম বলে সেটাই রেজিস্ট্রারে লেখান স্বপন। লটারির সময় ইউএনওকে আড়ালে রাখা হয়। দুই-একজন ঠিকাদার এর প্রতিবাদ করলেও কাজ হয়নি। কয়েকবার ইউএনও গুটি দেখতে চাইলে তাকে দেখানো হয়নি। দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদার ও শ্রমিক লীগ নেতা কাজী লিটন জানান, তার জীবনে এভাবে লটারি করতে দেখেননি। বাবুগঞ্জের ইউএনও দীপক কুমার বলেন, ‘প্রশাসনের কেউ লটারি করলে প্রশ্ন উঠতে পারে। এ জন্য ঠিকাদার প্রতিনিধি দিয়ে করা হয়েছে। আমি গুটি দেখতে চেয়েছি এটা ঠিক। পরে আমাকে গুটি দেখানো হয়েছে। এতে তেমন কোনো অনিয়ম হয়নি।’ উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন বলেন, ‘দুই-একজন ঠিকাদার আপত্তি করতেই পারেন। তবে স্বচ্ছভাবে লটারি হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর