বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুটি সোনার দোকানে ডাকাতি, ককটেল ছুঁড়ে আতঙ্ক

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে দুটি সোনার দোকানে সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। তাদের মারধরে আহত হয়েছেন চারজন। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা কয়কটি ককটেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আহতদের মধ্যে তিনজনকে বাঞ্ছারামপুর হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলা শহরের স্কুল মার্কেটে ‘ভাই ভাই’ ও ‘ছলিমগঞ্জ’ জুয়েলার্সে রাত ২টার দিকে হানা দেয় ৭-৮ ডাকাত। তারা বাজারের নৈশপ্রহরী খোরশেদ আলম ও ভাই ভাই জুয়েলার্সের ম্যানেজার আমিনুল ইসলামকে বেধড়ক মারধর করে লুটপাট চালায়। আহত অন্যরা হলেন— শাজাহান ও শহিদ মিয়া। ভাই ভাই জুয়েলার্সের মালিক ফজলুর রহমান বলেন, আমার দোকানের ম্যানেজার ছোট ভাই আমিনুল ইসলামকে ডাকাতরা বেঁধে রেখে ৫৫ ভরি সোনা নিয়ে গেছে। ছলিমগঞ্জ জুয়েলার্সের রতন দেবনাথ জানান, তার দোকান থেকে লুট করা হয়েছে চার লাখ টাকার স্বর্ণালঙ্কার। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার জানান, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছামাত্র ডাকাত দল একের পর এক ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়িতে করে পালিয়ে যায়।

 ডাকাতদের ধরার জন্য চেষ্টা চলছে।

সর্বশেষ খবর