বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

স্কুলে সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ার দৌলতপুরের একটি স্কুলে ক্লাস চলাকালে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আহত হয়েছেন এক শিক্ষক ও তিন ছাত্র। দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নয়ন নামে এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন— শিক্ষক মাজহারুল ইসলাম, ছাত্র রনি, জয় ও রাব্বানী। মাজহারুল ইসলামকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

—কুষ্টিয়া প্রতিনিধি

চার দালাল আটক

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে র‌্যাব। তারা হলো— রিপন, বাবুল, রানা ও আল আমীন। তাদের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুর র‌্যাব-১৪ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল গতকাল দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

—জামালপুর প্রতিনিধি

আলোচনা সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ২য় ছেলে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল সদর ইউনিয়ন এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা বাছির উদ্দিন বাচ্চু, অ্যাড. গোলাজার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ইমন, আবু মো. মাসুম, জাকির হোসেন, নজরুল ইসলাম, আজিম সরকার, সুলতান মাহমুদ প্রমুখ।—রূপগঞ্জ প্রতিনিধি

ধামরাইয়ে ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকার ধামরাই পৌর এলাকার আব্দুস সোবহান মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সভাপতি ও পৌরমেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি  বেনজীর আহম্মদ। পৃষ্ঠপোষকতায় ছিলেন, স্কুলের দাতা সদস্য মো. হাসিবুর রহমান কাশেম্, ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, পৌর কাউন্সিলর, স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।—ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর