বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সহকারী শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ক্লাস রুটিনে প্রধান শিক্ষককে ইংরেজি ক্লাস দেওয়ায় সহকারী শিক্ষককে পিটিয়েছেন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা। সোমবার সকাল ১১টায় সদর উপজেলার দীপশিখা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শিক্ষককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিএসসি) ভবানন্দ পালকে চলতি বছরের শিক্ষকদের ক্লাস রুটিন করার দায়িত্ব দেন প্রধান শিক্ষক অহিদুল হক। সহকারী শিক্ষক ভবানন্দ পাল রুটিন তৈরি করে বিভিন্ন শিক্ষকের কাজ বণ্টন করেন। প্রধান শিক্ষক অহিদুল হককে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ইংরেজি ক্লাস দেওয়া হয়। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিএসসি শিক্ষক ভবানন্দ পালকে শার্টের কলার ধরে মারপিট করেন। এ সময় আবদুল বাতেন, আনন্দ শর্মা, নজরুল ইসলাম ও ক্লার্ক মখলেসুর রহমানও ওই শিক্ষককে ধরে ফেলেন এবং তার মাফলার দিয়ে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করেন। চিৎকার শুনে পথচারী লোকজন ছুটে এসে উত্তেজিত শিক্ষকদের কাছ থেকে বিএসসি শিক্ষককে উদ্ধার করেন। এ সময় প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের নির্দেশ দেন ওই শিক্ষকের মোবাইল কেড়ে নেওয়ার জন্য।

সর্বশেষ খবর