বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বোয়ালমারীতে ৫২ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫২ জন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে বলে অভিযোগ পড়েছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাছে। নতুন করে আবেদন করার পর একটি পক্ষ মুক্তিযোদ্ধা তালিকায় নাম রাখার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক মুক্তিযোদ্ধা জানান, যারা অনলাইনে নতুন করে আবেদন করেছেন তাদের কাছ থেকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অভিযোগ আছে, টাকার বিনিময়ে উপজেলা পর্যায়ের অনেকে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের কাগজপত্রে স্বাক্ষর দিচ্ছেন। জানা যায়, বোয়ালমারীতে মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধা ৪৯১ জন। এদের মধ্যে ১৩২ জনের নাম গেজেটে অর্ন্তভুক্ত। ২৯৯ জনের নাম আছে লাল বইতে। ভুয়া আবেদনের বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার কেএম জহুরুল হক জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্ত করে দেখা হবে। যারা ভুয়া তাদের বাদ দেওয়া হবে। টাকা নিয়ে তালিকায় নাম দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখন অনেক কথাই শোনা যাচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যাচাই-বাছাই কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, যারা নতুন করে আবেদন করেছেন তাদের মধ্যে ৫২ জনের বিরুদ্ধে অভিযোগ পড়েছে। টাকা নিয়ে কেউ আবেদনে স্বাক্ষর করলে এবং তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে জড়িতদের দুই বছরের ভাতা বন্ধ রাখা হবে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ পড়েছে তাদের চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর