বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাহাড়ে এখনো সুশাসন প্রতিষ্ঠা হয়নি

—সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে এখনো সুশাসন প্রতিষ্ঠা হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। গতকাল দুপুরে রাঙামাটিতে সেভ দ্যা চিলড্রেন ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত এক সেনিমারে সন্তু লারমা এ অভিযোগ করেন। আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, সেভ দ্যা চিলড্রেনের পরিচালক বুশরা জুলফিকার, প্রকল্প পরিচালক মেহেরুন নেছা স্বপ্না বক্তব্য রাখেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা আরও বলেন, পার্বত্যাঞ্চলের জুম্ম জাতির দীর্ঘ কয়েক বছরের দাবি ও আন্দোলনের পরও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন হয়নি। তাই এ অঞ্চলের অধিবাসীরা রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত।

 

সর্বশেষ খবর