শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজনগরে ছুরিকাঘাতে দুজন নিহত

হাতিয়ায় গৃহবধূ খুন বিভিন্ন স্থানে পাঁচ লাশ

প্রতিদিন ডেস্ক

মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে নিজের ভাইয়ের স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। নোয়াখালীতে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এছাড়া মাদারীপুর, নেত্রকোনা, লক্ষ্মীপুর, কুষ্টিয়া ও টাঙ্গাইলে উদ্ধার করা হয়েছে পাঁচজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর—

মৌলভীবাজার : রাজনগর উপজেলার ঘরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে নিজের ভাইয়ের স্ত্রী ও ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের মেয়েসহ তিনজন। পুলিশ ও এলাবাসী জানান, বৃহস্পতিবার বিকালে ঘরগাঁও এলাকার আনসার বাহিনীর আবসরপ্রাপ্ত সদস্য মানসিক ভারসাম্যহীন সফিক মিয়া ধারালো ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে আহত হন পাঁচজন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সফিকের ছোট ভাইয়ের স্ত্রী নজরুন বেগম ও ভাতিজি সায়রাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সফিকের মেয়ে সুমি, ভাতিজি তানিয়া ও বড় ভাইয়ের স্ত্রী নেছারুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সফিককে আটক করেছে পুলিশ। নোয়াখালী : হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে রোজিনা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। রোজিনা ওই গ্রামের মহিউদ্দিনের স্ত্রী। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করলে পালিয়ে যায় মহিউদ্দিন।  মাদারীপুর : নিখোঁজের তিন দিন পরে কালকিনিতে মজিবর খান নামের এক ব্যক্তির লাশ গতকাল সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। মজিবর পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের নীল চান খানের ছেলে। এলাকাবাসী জানান, সোমবার রাতে বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। নেত্রকোনা : সদর উপজেলার ধারিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে সুরমা আক্তার নামে এক গৃহবধুর লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সোহাগ মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তবে সুরমার মৃত্যুর কারণ জানা যায়নি। এছাড়া লক্ষ্মীপুর পৌর শহরে নিজ বাড়ি থেকে আঁখি নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর এবং কুষ্টিয়ার ভেড়ামারা ও টাঙ্গাইলের মির্জাপুর থেকে অজ্ঞাত পরিচয় দুজনের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলে পাওয়া মরদেহের পরনে আছে হলুদ শার্ট ও লুঙ্গি।

সর্বশেষ খবর