শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ের কারণে ঝরে পড়ল বাঞ্ছারামপুরে ২২০ ছাত্রী

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২২০ ছাত্রী ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাজীবন থেকে ঝরে পড়েছে বলে জানা গেছে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, এই সংখ্যা আরও বেশি হতে পারে। জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার ১২১টি গ্রামের অসংখ্য ছাত্রী অষ্টম থেকে বড়জোড় এসএসসি পর্যন্ত নিয়মিত পড়াশোনা করেন। এদের মধ্যে প্রতি বছর পাঁচ শতাধিক ছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেন না। যার অন্যতম কারণ বাল্যবিয়ে। বিয়ে হয়ে যাওয়া ছাত্রীদের বেশিরভাগই ছিল মেধাবী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা যায়, ২২টি উচ্চ বিদ্যালয়ের চার হাজার ৬২০ শিক্ষার্থী গত বছর জেডিসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ১৭৮ জন পরবর্তী শিক্ষা কার্যক্রমে অংশ নেয়নি। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত ওসমান বলেন— বালবিয়ের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া দুঃখজনক। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষাবিদ ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বাল্যবিয়ে রোধ করতে জনসচেতনতা বাড়াতে হবে।

সর্বশেষ খবর