শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিন জেলায় ডিজিটাল মেলা

প্রতিদিন ডেস্ক

মেহেরপুর ও ঝালকাঠি ও চুয়াডায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলার স্টলগুলোতে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে।

মেহেরপুর : জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান এমপি। ড. শহীদ সামছুজ্জোহা পার্কে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর পৌরমেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামলী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা। ঝালকাঠি : শহরের শিশু পার্কের উন্মুক্ত মঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে মেলাস্থলে গিয় শেষ হয়। জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান প্রমুখ। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় শহরের টাউন ফুটবল মাঠে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। বিকাল ৩টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর