শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোলে সেমিনার

বেনাপোল প্রতিনিধি

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোল কাস্টম হাউস অডিটোরিয়ামে বৃহস্পতিবার এক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যশোর কমিশনার কাস্টমস জামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ড. মাহবুবুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, চিত্রনায়ক আকবার হোসেন পাঠান (ফারুক), বেনাপোল কাস্টম কমিশনার মো. শওকাত হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন সিএন্ডএফ এজেন্টস  অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। এছাড়া শোভাযাত্রায় কাস্টমস, প্রশাসন, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। তথ্যমন্ত্রী বলেন— সরকারের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে কর দিতে হবে। এ জন্য রাজস্ব কর্মকর্তাদের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে আরও সুস্পর্ক গড়ে তুলতে হবে।

সর্বশেষ খবর