শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘নিভৃত পল্লীতেও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে’

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত বলেছেন, নিভৃত পল্লীতেও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। বর্তমান সরকারের আমলে বাংলার প্রত্যেক ছাত্র-ছাত্রী বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। এরাই একদিন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করবে। তিনি গতকাল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নে সিয়াম একাডেমির শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান তোফায়েল খান, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আলম মল্লিক, ওয়াহেদ সাদিক প্রমুখ।

সর্বশেষ খবর