শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বখাটের লাঞ্ছনায় পড়ালেখা বন্ধ কলেজছাত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় কলেজছাত্রীকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় বখাটে এসকেন্দার ছাত্রীর পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় এখন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। বখাটের পরিবার ও সাঙ্গপাঙ্গদের ভয়ে বাড়ি ফিরতে পারছে না অসহায় পরিবারটি। এ ঘটনায় মামলা হলেও সেই মামলার কোনো অগ্রগতি নেই বলে ছাত্রীর পরিবারের অভিযোগ। কলেজ ছাত্রীর বোন সাবিনা জানায়, ‘এজাহারভুক্ত প্রধান আসামি এসকেন্দার আটক হলেও তার সহযোগীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তারা মামলা তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছে। বখাটেদের পুনরায় হামলা ও অব্যাহত হুমকির কারণে বাড়ি ফিরতে পারছি না আমরা। আমার ভাইয়ের ওপরও হামলা চালানো হয়েছে।’ সে আরও জানায়, বখাটের পরিবারটি প্রভাবশালী হওয়ায় হাসপাতালে ঢুকে আগে দুবার হামলা চালায়। তা ছাড়া আমার ভাইকে রাস্তায় ফেলে তারা মারপিট করে। বাড়ি গেলে আমার বোনকে তুলে নেওয়ার ভয় দেখাচ্ছে। বখাটেদের ভয়ে আমি ও আমার বোন কলেজে যেতে পারছি না। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ছাত্রীটির বাবার অভিযোগ, ‘এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে। মামলার পর থেকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। থানা পুলিশ আমাদের কোনো সহযোগিতা করছে না।

সর্বশেষ খবর