শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

থানার পাশে শিক্ষকের বাড়িতে ডাকাতি, পুলিশ বলছে ‘নাটক’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা গৃহকর্তাকে বেঁধে রেখে নগদ ৫০ হাজার টাকা এবং ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতে আক্রান্ত হরিণাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত তদের রান্না ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে। বাসায় ছিলেন তিনি এবং তার বৃদ্ধা মা। দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্রের মুখে বেঁধে রেখে নগদ ৫০ হাজার টাকা এবং ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। নুর মোহাম্মদ অভিযোগ করেন, তার বাসা থেকে থানার দূরত্ব মাত্র ২০০ গজ। ঘটনার পর পরই তার ডাক-চিৎকারে পুলিশ ও স্থানীয় লোকজন ছুটে আসে। গতকাল সকালে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, নুর মোহাম্মদের সঙ্গে জমি নিয়ে প্রতিপক্ষের মামলা চলছে। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ডাকাতির নাটক সাজানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে একই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে প্রবাসী মো. বেল্লালের বাড়িতে হানা দিয়ে দুর্বৃৃত্তরা পরিবারের সদস্যদের জিন্মি করে নগদ ১ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নেয়। পরে পুলিশ ঘটনাস্থ্থল পরিদর্শন করে ঘটনাটিকে সিঁধেল চুরি বলে দাবি করে।

সর্বশেষ খবর