শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় মহিউদ্দিন নামে এক পরাজিত মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটেছে। হামলার শিকার পাড়াগাঁও এলাকার ঠিকাদার মো. আলমগীর হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা করে আসছেন। গত ১ মাস ধরে বড়ালু এলাকার বিপুল ভোটে পরাজিত মেম্বার মহিউদ্দিনসহ তার লোকজন আলমগীর হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার বিকালে পরাজিত মেম্বার মহিউদ্দিন ও তার সহযোগী মোমেন মিয়া, রাছেল মিয়া, কালা ফারুক, দুলাল মিয়া, রকিবুলসহ ৭/৮ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ঠিকাদার আলমগীরের ওপর হামলা চালায়। আলমগীরকে বাঁচাতে এগিয়ে এলে তার ফুফাত ভাই বিদ্যুৎ ও ভাতিজা সুমন মিয়ার উপরও হামলা চালায়। এ সময় ঠিকাদার আলমগীর হোসেন, বিদ্যুৎ ও সুমন মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আলমগীর হোসেনের পিতা হাজী আতাউর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, আভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর