রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিন বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ও মামুদপুর গ্রামে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজনের বাড়িতে একযোগে পেট্রল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অরেকটি বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম পৌরসভার রয়না গ্রামে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সত্যজিৎ সরকার ও সম্পাদক ইউনুস আলীর এবং পাশের মামুদপুর গ্রামে অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রী যুগল কিশোর সরকারের বাড়িতে কে বা কারা পেট্রল বোমা নিক্ষেপ করে। ইউনুস আলীর বাড়ির মূল ফটকে বোমার বিস্ফোরণের ফলে টিনের দরজায় আগুন ধরে যায়। পরে বাড়ির লোকেরা পানি ঢেলে আগুন নেভান। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, প্রায় একই সময়ে রয়না গ্রামের নিতাই চন্দ্রের বাড়ির আঙিনায় একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউনুস আলীর স্ত্রী আছিয়া জানান, ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি বাড়ির গেটে আগুন জ্বলছে। পরে আমরা নিজেরাই পানি দিয়ে নিভিয়ে ফেলি। বাইরে কোনো লোক দেখতে পাইনি। বড়াইগ্রাম থানার ওসি জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত চলছে। সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগে প্রকাশ্য গ্রুপিং শুরু হয়েছে। এর জের ধরে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।

 

সর্বশেষ খবর