রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর হাসপাতালে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান। মারা যাওয়া শিশুর স্বজনরা জানান, দুইদিন আগে পৌর এলাকার পাশের ঘাটুরা গ্রামের সানাউল্লাহ মিয়ার শিশুপুত্র আকছানকে (১) ভর্তি হয় শহরের কুমারশীল মোড়ে ‘নিউ ল্যাব এইড হাসপাতালে’। শিশু বিশেষজ্ঞ জাকারিয়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শনিবার দুপুরে চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রে যে ইনজেকশন লেখা ছিল তা না দিয়ে নার্সরা মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করার পর শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর স্বজনরা উত্তেজিত হয়ে পড়লে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান। সদর থানার ওসি মঈনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাটি মিটমাট হয়ে যায়।

সর্বশেষ খবর