রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ত্রিমুখী ব্রিজের জমি অধিগ্রহণের চেক হস্তান্তর

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ত্রিমুখী (ওয়াই আকৃতির) ব্রিজের জমি অধিগ্রহণের চেক গতকাল জমি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ব্রিজের উপরে চেক হস্তান্তরকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন— কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সওকত ওসমান, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, হোমনা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার, ভারতীয় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আরপি সিং, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা প্রমুখ। এবি তাজুল বলেন, ত্রিমুখী ব্রিজের মধ্যে এটি পৃথিবীর সর্ববৃহৎ। এর নির্মাণ কাজ প্রায় শেষ, খুব শীঘ্রই উদ্ধোধন করা হবে। এই ব্রিজের কারণে হোমনা, বাঞ্জারাপুর, মুরাদনগর এবং নবীনগর উপজেলার মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে জানান এমপি।

সর্বশেষ খবর