সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শতাধিক দোকান বাড়ি পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি, পিরোজপুরের মঠবাড়ীয়া ও কুড়িগ্রামের ফুলবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকান-বসতঘর। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। প্রতিনিধিদের খবর— দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি পৌর শহরের পূর্ব বাজারে গতকাল সকালে অগ্নিকাণ্ডে ৪০টি ছোট-বড় দোকান ও ২০টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পিরোজপুর : মঠবাড়ীয়া ও নাজিরপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৩টি দোকান। এতে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঠবাড়ীয়া ফায়ার স্টেশন সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে শাফা বাজারে একটি দোকানে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। একই রাতে নাজিরপুর উপজেলার গোবর্ধন বাজারে অগুনে পুড়ে গেছে ২৪টি দোকান। ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বড়লই বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে সাত দোকান।

সর্বশেষ খবর