মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে কাভার্ড ভ্যানচাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে কাভার্ড ভ্যানচাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ও আহত হয়েছেন ২৫ জন। এছাড়া মেহেরপুর ও গাজীপুরে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের খবর—

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কাস্টমস হাউস এলাকায় রবিবার দিবাগত রাতে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন— ইমরুল হাসান শিবলী ও মাহতাব করিম সিদ্দিকী। নিহতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানায়, বন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের মধ্যে শিবলী কমার্স কলেজের এবং মাহতাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গোপালগঞ্জ : কাশিয়ানি উপজেলার তিলছাড়া নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের তিলছাড়া নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আমির আলী, বাসচালক হিটলার ও অজ্ঞাত পরিচয় এক নারী। আহতদের কাশিয়ানি ও গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, দুপুরের সদর উপজেলায় নসিমন উল্টে মারা গেছেন কমল বিশ্বাস নামে এক বৃদ্ধ। মেহেরপুর : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে আনিছুর রহমান নামে এক আনসার সদস্য মারা গেছেন। আহত হয়েছেন অপর আনসার সদস্য নাসির উদ্দিন। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুরের বাড়ি সাতক্ষীরায়। তিনি মেহেরপুর আনসার কার্যালয়ে সংযুক্তিতে ছিলেন। গাজীপুর : কালীগঞ্জের রাথুড়া এলাকায় গতকাল দুই ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত সৈয়দ আলী নাটোর সদর থানার বড়হরিশপুরের গোলাম নবীর ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর