মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জ জেলার জন্মদিন পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার ৩৩তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে সিরাজগঞ্জ এম এ মতিন সড়কের দৈনিক কলম সৈনিক পত্রিকার ছাপাখানা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সাধারণ সম্পাদক ইমরান মুরাদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি জেলা সিরাজগঞ্জ। ১৮২৮ সালে রাজশাহীর একাংশ নিয়ে পাবনা জেলার সৃষ্টি হয়েছিল। সিরাজগঞ্জবাসীর দাবির  প্রেক্ষিতে ১৮৫৫ সালে সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে ৩০ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি পায়।  তাঁত শিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। বঙ্গবন্ধু সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। তা ছাড়া শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারীবাড়ী, মিল্কভিটা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের ইকোপার্ক, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাঘাবাড়ী নৌবন্দরসহ বিভিন্ন স্থাপত্য শৈল্পকর্মের নিদর্শন এ জেলা সমৃদ্ধতর করে তুলেছে।

সর্বশেষ খবর