মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আট দফা দাবি আদায়ে মাঠে পৌর কাউন্সিলররা

প্রতিদিন ডেস্ক

সম্মানী বৃদ্ধি, পদমর্যাদা নির্ধারণসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সারা দেশে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন পৌর কাউন্সিলররা। অন্য দাবির মধ্যে রয়েছে, পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া দেশি-বিদেশি প্রকল্প, কর্মচারী নিয়োগ, টেন্ডার আহ্বান, হাট-বাজার, খাস আদায় করা যাবে না। বিভিন্ন প্রকল্পে কাউন্সিলদের তদারকি ও প্রত্যয়নপত্র দেওয়ার বিধান এবং পৌর নির্বাচন পদ্ধতিরও পরিবর্তন চান তারা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি দেন কাউন্সিলররা। প্রতিনিধিদের পাঠানো খবর— মাদারীপুর : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জেলার চারটি পৌরসভার কাউন্সিলররা। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে দাবিসম্বলিত স্মারকলিপি দেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন— খালিদ হোসেন ইয়াদ, সায়েদা সালমা, খলিলুর রহমান বেপারী প্রমুখ। বক্তারা দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মেহেরপুর : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আল মামুনের নেতৃত্বে মানববন্ধন হয়। এতে অন্যদের মধ্যে নবীরুল ইসলাম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন প্রমুখ বক্তব্য রাখেন। পঞ্চগড় : শহরের শেরেবাংলা পার্কের সামনে ঢাকা-বাংলাবান্ধা সড়কে মানববন্ধনে পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ পৌরসভার কাউন্সিলররা অংশ নেন। মানববন্ধন শেষে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ঝিনাইদহ : জেলা শহরের পোস্ট অফিসের সামনে মানববন্ধন চলাকালে আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন আশরাফুল ইসলাম মিঠু, মহিউদ্দিন, সাইফুল ইসলাম মধু। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা পৌরসভার সামনে মানববন্ধনে বক্তৃতা করেন— ওবাইদুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম মণিসহ জেলার বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। কুড়িগ্রাম : দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভার সব কাউন্সিলর অংশ নেন। বক্তব্য রাখেন— রোস্তম আলী তোতা, আনিছুর রহমান, মাসুদুর রহমান, রশিদা বেগম লতা প্রমুখ। গোপালগঞ্জ : স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জসিম উদ্দিন খসরুর সভাপতিত্বে নাজমুল হাসান নাজিম, নুরুল আমিন, আলিমুজ্জামান বিটু বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নোয়াখালী : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে নোয়াখালীর আট পৌরসভার কাউন্সিলররা অংশ নেন। এ সময় সমাবেশে বক্তৃতা করেন নোয়াখালী পৌর কাউন্সিলর রতন পাল। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর