মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
শ্রীপুরে শিক্ষক লাঞ্ছনা

কালও ক্লাসে যোগ দেয়নি শিক্ষার্থীরা

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার হয়দেবপুর ডা. কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষকরা গতকাল স্কুলে গেলেও যায়নি ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্লাহ জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে দু-একজন শিক্ষার্থী পাওয়া গেলেও অন্যান্য শ্রেণি ছিল একেবারে ফাঁকা। আমান উল্লাহ আরও জানান, প্রধান শিক্ষক মজিবুর রহমানও সোমবার বিদ্যালয়ে আসেননি। শুনেছি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা কামাল তুষার স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করছেন বিষয়টি নিষ্পত্তির। চেয়ারম্যান আগামী শুক্রবার সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অভিযোগ আছে, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানের দাওয়াতপত্রে কাঙ্ক্ষিত স্থানে পরিচালনা পরিষদের সভাপতির নাম না থাকায় তার ছোট ভাই ও দাতা সদস্য মোস্তাক কামাল তুহিন ২৫ জানুয়ারি প্রধান শিক্ষককে চর-থাপ্পড় মারেন। এ খবর জানাজানি হলে গত শনিবার পূর্বনির্ধারিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের অনুষ্ঠান ও ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর