মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোভার মুটের অগ্নিশিখায় আলোকিত গোপালগঞ্জ

গোপালগঞ্জ প্রতিনিধি

রোভার মুটের অগ্নিশিখায় আলোকিত হয়েছে গোপালগঞ্জ শহর। রবিবার আলোর শিখায় হাজার হাজার রোভারের আনন্দ উপভোগ করেন আশপাশের এলাকার মানুষ। সপ্তাহব্যাপী চলমান রোভার মুটের চারটি ভিলেজে আয়োজন করা হয় কন্টিনজেন্ট ভিত্তিক তাঁবু জলসা। এসব অনুষ্ঠানে সারা দেশের বাছাই করা দল থেকে প্রায় ৯০০ কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত রোভার গ্রুপ পরিবেশন করে নৃত্য, গান ও অভিনয় শৈলী। স্কাউট কায়দায় জ্বালানো হয় আগুন। অগ্নিশিখা বহুদূর থেকে দেখে আশপাশের মানুষ তা উপভোগ করতে সপরিবারে ছুটে আসেন। মুটে যোগদানকারী দশ হাজার রোভারের মধ্য থেকে প্রতিদিন দুই সহস্রাধিক হাইক করে টুঙ্গিপাড়া পৌঁছান। তারা জাতির জনকের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। একাদশ রোভার মুটের সমাপনী অনুষ্ঠান হবে আজ বিকালে ওহাব স্কুলমাঠে স্থাপিত গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজে (জিডিভি)। এতে প্রধান অতিথি থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

সর্বশেষ খবর