বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
এসএসসি ও সমমানের পরীক্ষা

কেন্দ্র ফির নামে বাড়তি অর্থ আদায়

আমতলী প্রতিনিধি

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্রে ফি বাবদ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠান প্রধানরা এ অতিরিক্ত টাকা আদায় করছেন। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আমতলী  ও তালতলী দুই উপজেলায় আসন্ন এসএসসি ও দাখিল  পরীক্ষায় ৩ হাজার ৩০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অভিযোগ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফিসহ বিভিন্ন খরচের অজুহাত দেখিয়ে ৩০০, ৬০০ ও ২ হাজার ৭০০ টাকা আদায় করছে। বোর্ডের নিধারিত কেন্দ্র ফি ফরম পূরণের সময় নেওয়া হলেও এখন আবার কেন্দ্র ফি নামে টাকা আদায় করছে।  আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান জানান খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ খবর