বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীতজনিত রোগের প্রকোপ লালমনিরহাটে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুদিন ধরে বেড়েছে ঠাণ্ডার তীব্রতা। রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সকাল গড়িয়ে একেবারে মধ্য দুপুরেও মিলছে না সূর্যের দেখা। এদিকে, শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গতকাল বিকাল ৪টা পর্যন্ত সদর হাসপাতালের নিউমোনিয়া ও  ডাইরিয়া ওয়ার্ডে ৩৭ জন ভর্তি ছিল হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে ৩৪ জন শিশু। অন্যদিকে গতকাল বিকাল পর্যন্ত সদর ছাড়া বাকি ৪টি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৬৩ জন ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। হাসপাতালে ভর্তি রোগীর অভিভাবকরা জানিয়েছেন, হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রচুর ওষুধ সরবারহ থাকলেও চিকিৎসক ও নার্সরা সে ওষুধ রোগীদের না দিয়ে ব্যবস্থাপত্র হাতে ধরিয়ে দিয়ে বাইরে থেকে ওষুধ আনতে বলছেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আজমল হক জানান, ঠাণ্ডার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ খবর