বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গৃহবধূকে হত্যায় একজনের ফাঁসি

গাজীপুরে পরকীয়ার জেরে গৃহবধূ করিমন নেছা হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কালু মিয়া গাজীপুর সিটি করপোরেশনের বাসন চান্দপাড়ার আব্দুল মান্নানে ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি নাজিম উদ্দিন, জালাল উদ্দিন ও ফজলুল হককে বেকসুর খালাস দেওয়া হয়। —গাজীপুর প্রতিনিধি

অনুমোদনহীন ওষুধ জব্দ

ময়মনসিংহে একটি আবাসিক বাসায় র‌্যাব-১৪ অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে। এ সময় অনুমোদনহীন ওষুধ সরবরাহের অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। এরা হলেন— প্রাইরুটি হেলথ কেয়ার গ্রুপের ময়মনসিংহের ডিলার শাহিনুজ্জামানের স্ত্রী তাহমিনা আখতার ও ম্যানেজার লিটন। গতকাল সকালে নগরীর নওমহল এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়। ময়মনসিংহের ড্রাগ কর্মকর্তা গুলশান জাহান বলেন, আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। —ময়মনসিংহ প্রতিনিধি

কওমি শিক্ষার্থীদের পুরস্কার

গাজীপুরে শ্রীপুর উপজেলা ও পৌরসভার ৩০টি কওমি মাদ্রাসার দেড় শতাধিক কৃতী ছাত্রের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে। স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এর আগে শ্রীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে কওমি মাদ্রসার ছাত্র-শিক্ষক এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। হযরত মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট রহমত আলী। বক্তব্য রাখেন আল্লামা আশরাফ আলী, আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, অধ্যক্ষ মুহা. মিজানুর রহমান চৌধুরী, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হাফেজ মামুনুল হক। —শ্রীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর