বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভাওয়াল কলেজ ছাত্রদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় পৌনে দুই ঘণ্টা অবরোধ করে রাখে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্ররা। মঙ্গলবার দুপুর সোয়া ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কলেজের সামনে সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে তারা এ অবরোধ করে। বাস ভাড়া নিয়ে শ্রমিক কর্তৃক কয়েক ছাত্রকে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সবুজ জানান, দুপুর আড়াইটার দিকে চান্দনা চৌরাস্তায় ভাওয়াল কলেজের কয়েক ছাত্রকে ওই এলাকার কয়েক বাস শ্রমিক বাসের ভাড়া কম দেওয়া-নেওয়া নিয়ে মারধর করে। এ ঘটনা কলেজে জানাজানি হলে সাধারণ ছাত্ররা কলেজের সামনে রাস্তায় নেমে আসে এবং দায়ী শ্রমিকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে।

সর্বশেষ খবর