বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
স্কুলছাত্রী কনিকা হত্যা

চাঁপাইনবাবগঞ্জে বখাটে মালেকের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে গত ২৭ মে স্কুল ছাত্রী কনিকা রানী ঘোষকে (১৪) কুপিয়ে হত্যার অভিযোগে আবদুল মালেক নামে এক বখাটের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মালেক সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের আবদুল লতিফের ছেলে। এছাড়া আদালত অপর তিন স্কুল ছাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে মালেককে ৩২৪ ধারায় তিন বছরের কারাদণ্ড, ৩২৬ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং ৩০৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। চাঁপাইনবাবগঞ্জ শিশু আদালতের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান  আসামির উপস্থিতিতে গতকাল দুপুরে এ রায় দেন। আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রায়ে নিহত কনিকার মা অঞ্জলী রানীসহ অপর তিন ছাত্রী তারিন আফরোজ, তানজিমা আক্তার ও মরিয়ম আক্তার সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান।

সর্বশেষ খবর