বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

একজন মুক্তিযোদ্ধাকে প্রধান নির্বাচন কমিশনার চায় ইউনাইটেড ইসলামী পার্টি

ধামরাই প্রতিনিধি

একজন মুক্তিযোদ্ধাকে প্রধান নির্বাচন কমিশনার চায় ইউনাইটেড ইসলামী পার্টি

একজন মুক্তিযোদ্ধাকে প্রধান নির্বাচন কমিশনার চায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। ঢাকার ধামরাই থানা শাখার উদ্যোগে গতকাল এক পথসভায় এ আহ্বান জানান পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া সৎ, যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার আহ্বান জানান। অপর নির্বাচন কমিশনার পদে একজন বিচারপতি, সৎ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সাবেক সচিবসহ বিশিষ্ট আলেম এবং একজন নারী নেত্রীকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিলে জাতির আশা ও প্রত্যাশা পূরণ হবে। মাওলানা মো. ইসমাইল হোসাইন নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির কার্যক্রমকে সঠিক ও গ্রহণযোগ্য বলে অভিহিত করেন। সভায় উপস্থিত ছিলেন— মাওলানা তাহেরুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, ইঞ্জি. আব্দুল কাদির, মো. অছিউর রহমান, মাও. আবু হানিফসহ বিশিষ্ট আলেম-ওলামাবৃন্দ।

সর্বশেষ খবর