বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হবিগঞ্জে স্কুলছাত্র তৌকির হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র তৌকির হত্যামামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার হিরাজ মিয়ার ছেলে হেলাল উদ্দিন তুর্কি (১৮), নাতিরাবাদ এলাকার নানু মিয়ার ছেলে রনি (১৯), ইনাতাবাদ এলাকার ইদু মিয়ার ছেলে সাদ্দাম (১৮) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে নিয়াজ (১৫) এবং নাতিরাবাদ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আক্তার মিয়া (২০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় প্রদানকালে আসামি নিয়াজ ও আক্তার আদালতে উপস্থিত ছিল এবং তুর্কি, রনি ও সাদ্দাম পলাতক। ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির  ছাত্র তৌকিরকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর