শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

উচ্চ আদালতের রায়কে উপেক্ষা করে ময়মনসিংহের ভালুকায় এক সাংবাদিকের জমি দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় কয়েক দুর্বৃত্ত। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার নারাঙ্গী ও লোহবৈ মৌজার কয়েকটি দাগে উত্তরাধিকারদের কাছ থেকে এক একর ৯৩ শতাংশ জমি ১৯৮০ ও ১৯৮৯ সালে কেনেন ভুক্তভোগী সাংবাদিক ফোরাতের বাবা মোফাজ্জল হোসেন। জমি ক্রয়ের পর স্থানীয় কয়েক দুর্বৃত্ত ওই জমি দখল করে রাখে এবং তাদের কাছে চাঁদা দাবি করে। এ অবস্থায় মোফাজ্জল হোসেন আইনের আশ্রয় নেন। মামলায় আদালত তার পক্ষে রায় দেন। পরে মোফাজ্জল দলিল পণ্ডের মামলা করেন। ওই মামলায় হাইকোর্টের রায় যায় মোফাজ্জলে পক্ষে। পরবর্তীতে বিবাদী ওয়াজ উদ্দিন লিভটু আপিল করলে তাতেও মোফাজ্জল হোসেনের পক্ষে রায় হয়। গত বছর আদালত তাকে জমি বুঝিয়ে দেন। এরপরও স্থানীয় দুলাল, বুলবুল, বাবর, মহত, হালিম, হানিফা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে বলে জানান সাংবাদিক ফোরাত। এ ব্যাপারে দুলাল বলেন, ‘আদালতের রায় অমান্য করলে সেটি আদালতের বিষয় আপনাদের নয়। পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর