শিরোনাম
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আড়িয়াল খাঁর ভাঙন রোধে ১০০ কোটি টাকা বরাদ্দ

ফরিদপুর প্রতিনিধি

পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নুরুল ইসলাম বীর প্রতীক বলেছেন, আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন সদরপুরের চন্দ্রপাড়া, চরমানাইর ইউনিয়নের ঐতিহ্যবাহী চরবন্দরখোলা সিনিয়র মাদ্রাসা, ভাঙ্গা উপজেলার দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। প্রতিমন্ত্রী গতকাল দুপুরে সদরপুর উপজেলার চন্দ্রপাড়া, চরমানাইর ইউনিয়নের চরবন্দরখোলা মাদ্রাসা ও দরগাবাজার এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন পরিদর্শন শেষে চন্দ্রপাড়া ট্রলারঘাটে এক জনসভায় এ কথা বলেন। মো. জমির বেপারী সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনিসুর রহমান খান, সদরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সফিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর