শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কালীগঞ্জে সাধু আন্তনীর তীর্থোৎসব পালিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পানজোরা ধর্ম পল্লীতে খ্রিস্ট সমপ্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব চিরকালীন যাজক সাধু আন্তনীর তীর্থোৎসব পালিত হয়েছে। কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর পালকীয় পরিষদ এই তীর্থোৎসবের আয়োজন করে। শুক্রবার সকালে এই তীর্থ উৎসবে দেশ-বিদেশের বিপুল সংখ্যক যিশু ভক্ত প্রার্থনায় মিলিত হন। পুরোহিত আলবিন গমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রার্থনা সভা পরিচালনা করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। তীর্থোৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মো. মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদসহ অন্যরা উপস্থিত থেকে ভক্তদের শুভেচ্ছা জানান। ১৬৬৩ সাল থেকে কালীগঞ্জের পানজোরায় সাধু আন্তনীর স্মরণে এই তীর্থোৎসব পালিত হয়ে আসছে।

সর্বশেষ খবর